Site icon janatar kalam

প্রয়াত পোপ ফ্রান্সিস, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

জনতার কলম ওয়েবডেস্ক :- চলে গেলেন পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের একটি ভিডিয়ো বার্তায় তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিক্যানের ওই ভিডিয়োবার্তায় জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ।

এদিকে পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি লিখেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শোকের এই সময়ে দুনিয়ার খ্রিষ্টান ক্যাথলিকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। তাঁর সঙ্গে একবার সাক্ষাত হয়েছিল। সেকথা আমার মনে উজ্জ্বল রয়েছে। ঈশ্বরের কাছে তাঁর আত্মা শান্তি পাক।

Exit mobile version