Site icon janatar kalam

প্রবীণদের প্রতিদিনই সম্মান জানানো উচিত : মনিকা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রবীণ ব্যক্তিদের তথা বাড়ি ঘরের বয়স্ক প্রত্যেককে প্রতিদিন সম্মান জানানোই আমাদের প্রধান কর্তব্য। তবেই বর্তমান প্রজন্ম তার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা ধর্ম সমস্ত কিছু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। বর্তমান ডট কম ও ইন্টারনেটের যুগে আমরা আমাদের পরম্পরাকে হারাতে বসেছি |ল। প্রায়ই দেখা যায় বয়স্কদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। আর সেগুলি ঘটছে বড় বড় সম্ভ্রান্ত পরিবারের মধ্যেই বেশি। দরিদ্র পরিবার গুলিতে এই প্রবণতাটা একেবারেই নেই বললে চলে। রবিবার বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শ্রীমতি দাস দত্ত আরও বলেন,ছোটদের কাছে প্রত্যেকদিনই প্রবীনদের সম্মান জানানোর দিন। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এদিন বেশ কয়েকজন প্রবীর নাগরিককে সম্বর্ধনা জানানো হয়েছে।

Exit mobile version