Site icon janatar kalam

প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের উষ্ণ বার্তা, বাণিজ্য আলোচনার সফল সমাপ্তি প্রত্যাশা

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) একটি পোস্ট শেয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। তিনি ভারত-মার্কিন বাণিজ্য আলোচনার প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, এই আলোচনা দুই দেশের অংশীদারিত্বের অসীম সম্ভাবনার পথ প্রশস্ত করবে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে ‘অত্যন্ত ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেছেন। তিনি বাণিজ্য আলোচনাকে আবার শুরু করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধা দূর করার জন্য পুনরায় আলোচনা শুরু করেছে।”

প্রধানমন্ত্রী মোদি তাঁর এক্স পোস্টে লিখেছেন,

“ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু ও প্রাকৃতিক অংশীদার। আমি বিশ্বাস করি আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনার পথ প্রশস্ত করবে। আমাদের টিম এই আলোচনাকে দ্রুত সফলভাবে শেষ করার জন্য কাজ করছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রয়েছি। আমরা উভয় দেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে একসাথে কাজ করব।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদিকে ‘অত্যন্ত ভালো বন্ধু’ আখ্যা দিয়ে বলেছেন, “আমি বিশ্বাস করি আমাদের দুই মহান দেশের মধ্যে সফল সমঝোতায় পৌঁছানো সহজ হবে। আমি আগামি সপ্তাহে মোদি জির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি।”

গত শুক্রবার হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে ট্রাম্প আরও বলেন,“ আমি সর্বদা প্রধানমন্ত্রী মোদির বন্ধু থাকবো।”

Exit mobile version