Site icon janatar kalam

প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন : রাজীব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালের ২৫ আগষ্ট প্রদেশ বিজেপি সভাপতি পদে দায়ভার গ্রহন করেছিলেন রাজীব ভট্টাচার্য। শুক্রবার ১ বছর পূর্তি উপলক্ষ্যে আগরতলার ইন্দ্রনগর সৎ সংঘ চৌমুহনী স্থিত মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত রেসিডেন্সিয়াল বালিকা হোস্টেলে গিয়ে ছাএীদের সাথে মত বিনিময় করলেন তিনি। এদিন তিনি জনজাতি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তারা যাতে ভাল করে লেখাপড়া করে অনেক দূর এগিয়ে যেতে পারে। তুলে ধরেন ভারতের চন্দ্র যান মিশনের কথা। ছাত্রীদের নানা ভাবে উৎসাহ প্রদান করার মধ্য দিয়ে তিনি তাদের জানান দেশের প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নে খুবই গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। এমন কি তিনি এদিন বলেন তাদের লক্ষ্য হল সমাজে যারা পিছিয়ে পরে আছে তাদেরকেও উন্নয়নের মুল স্রোতে নিয়ে আসা। উন্নয়ন যাতে তাদের কাছেও পৌঁছে। ছাত্রীদের উন্নত ভবিষ্যৎ এদিন কামনা করেন তিনি। এদিন এই উপলক্ষে তিনি আবাসিক ছাত্রীদের সাথে বেশ কিছুক্ষন কাটান ও তাদের হাতে তুলে দেন বিভিন্ন সামগ্রি। এই কর্মসূচিতে তার সাথে ছিলেন মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা।

 

 

 

Exit mobile version