জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলী ভোলাগিরি এলাকায়ও জনসম্পর্ক অভিযান চালানো হয় বিপ্লব দেবের সমর্থনে। এই এলাকায় ভোট প্রচারে নামেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল সহ অন্যান্য কার্যকর্তারা। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তারা।
এদিনই বনমালিপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশ নেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস।নরেন্দ্র মোদীর ৪০০ পার” স্লোগানকে সামনে রেখে বনমালিপুরের বিভিন্ন বুথে চলে জনসম্পর্ক অভিযান বিজেপির। বিধায়কের সঙ্গে ছিলেন মন্ডলের সকল কার্যকর্তারা। প্রতিটি জায়গায় জনসম্পর্ক অভিযান ঘিরে দারুণ সাড়া লক্ষ্য করা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।