Site icon janatar kalam

প্রধানমন্ত্রীর দেখানো দিশায় এক দেশ, এক নীতি, এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : অর্থমন্ত্রী 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গিয়ে উন্নত ভারতের স্বপ্ন দেখা সম্ভব নয়। তাই স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর উদ্দেশ্যে সরকার স্বাধীনতা সংগ্রামীদের তথ্য সংগ্রহ করছে। গোমতী জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গোমতী জেলাভিত্তিক স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ও ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, দেশের মনীষীদের কথা মনে রেখে আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখতে হবে। দেশ মাতৃকার বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের অবদান সম্পর্কে আমাদের জানতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো দিশায় এক দেশ, এক নীতি, এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই অমৃত মহোৎসবের উদ্দেশ্য ও বাস্তবতা সার্থক রূপ পাবে। তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচি রাজ্যের সর্বত্র নিয়ে যেতে হবে। তারজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য সরকার দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং কৃষ্টি ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছে। দেশের অখণ্ডতা রক্ষায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সকলস্তরের মানুষের কল্যাণার্থে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শান্তির পরিবেশ বজায় রেখে উন্নত ত্রিপুরা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস দেশের অখণ্ডতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার সুস্থ শরীর ও সুস্থ সমাজ গঠন করার উদ্দেশ্যে সবার সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানে ২৭ জন স্বাধীনতা সংগ্রামীকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে মানপত্র, স্মারক, উত্তরীয় ও শাল তুলে দেওয়া হয়। এছাড়াও ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে ২৪ জুলাই উদয়পুরে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ বিভাগের বিজয়ীদের এবং জেলার বিভিন্ন স্কুলে আয়োজিত ক্যালেন্ডার পেইন্টিং কম্পিটিশনে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে গোমতী জেলার তিনটি মহকুমার শিল্পীদের দ্বারা দেশাত্ববোধক সংগীত, নৃত্য, নাটক ইত্যাদি প্রদর্শিত হয়। মূল অনুষ্ঠান শেষে অতিথিগণ রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যালের স্টলগুলিও ঘুরে দেখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার।

 

Exit mobile version