janatar kalam

প্রধানমন্ত্রীর জন্মদিনে মহাত্মা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সিটিজেন হোমে বসবাসকারী আবাসিকদের মিষ্টি বিতরণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম জয়ন্তী এবছর গোটা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। রাজ্যের শাসক দল রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি। এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পরিচালিত নরসিংগড় স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সিটিজেন হোমে বসবাসকারী আবাসিকদের হাতে তুলে দিলেন ফল মিষ্টি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন দিল্লি থেকে ফিরে এসেই ছুটে যান এই আবাসনে।সেখানে আবাসিকদের হাতে ফল মিষ্টি তুলে দিয়ে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ এই নয় বছরে তিনি পিছিয়ে পড়া মানুষদের জন্য বহু প্রকল্প ঘোষণা দিয়ে চালু করেছেন। ত্রিপুরাকে হিরে মডেল দিয়েছেন তিনি। তাই রাজ্যবাসী হয়ে জন্মদিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী।

 

Exit mobile version