জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিনে গোটা দেশজুড়ে নানা কর্মসূচি সংঘটিত করে ভারতীয় জনতা পার্টি। ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। রবিবার গোটা রাজ্যজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে বিজেপির নেতা ও কার্যকর্তারা। দলের সদর শহর জেলা কমিটির উদ্যোগে এদিন আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও সাফাই অভিযান কর্মসূচি। রাজধানী আগরতলার দুর্গা বাড়িতে সাফাই অভিযান ও তুলসীবতি মার্কেট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে দলের সদর শহর জেলা কমিটি। আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বড়দোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা প্রমুখ। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, সবার প্রিয় নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। যে কর্মসূচি চলবে আগামী দুসরা অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরা অভূতপূর্ব উন্নতি হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম এত উন্নয়ন। ত্রিপুরাকে উন্নত করার জন্য, বিকাশমুখী করার জন্য প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাকে রাজ্যবাসীর তরফে অভিনন্দন জানান তিনি।