Site icon janatar kalam

প্রধানমন্ত্রীর উপর দেশ বাসীর আস্থা রয়েছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমান ছেলে-মেয়েদের মধ্যে অনেক উদ্ভাবনী চিন্তা ধারা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সময় যুব সম্প্রদায় থেকে অভিজ্ঞতা নিয়ে থাকেন এবং সেই অভিজ্ঞতা বাস্তবে কাজে লাগান প্রধানমন্ত্রী। ভারতবর্ষের মোট জনসংখ্যার ৬০ থেকে ৬৫ শতাংশ যুবক-যুবতী।

রবিবার প্রতাপগড় মণ্ডলের ৩৯ নং বুথে বিজেপি দলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুরূপভাবে এদিনও প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিজেপি প্রতাপগড় মন্ডলের অন্তর্গত ৩৯ নং বুথে এইদিন মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয়। সেখানে দলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়।

পরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন কাজের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর উপর দেশ বাসীর আস্থা রয়েছে। সম্প্রতি যে সকল রাজ্যে বিধানসভার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল থেকে তা প্রমাণিত। মুখ্যমন্ত্রী এইদিন কংগ্রেস ও কমিউনিস্টদের সমালোচনা করে বলেন ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প নেই।

Exit mobile version