Site icon janatar kalam

প্রধানমন্ত্রীকে আক্রমণ করা যাবে না, সতর্ক করলেন চিরাগ পাসওয়ান

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে। ভারতের মতো বৈচিত্র্যময় গণতন্ত্রে প্রত্যেকের নিজস্ব মত ও ভোট থাকে। কিন্তু এই ভিন্নমতের কারণে কোনো ভাষার মর্যাদা হ্রাস করা যায় না। ভারতীয় ভাষার শব্দভাণ্ডার এত সমৃদ্ধ যে, সন্মানজনক শব্দ ব্যবহার করে সর্বোচ্চ তীক্ষ্ণ আক্রমণও করা সম্ভব। দেশের প্রধানমন্ত্রীকে অভদ্র ভাষায় আঘাত করা কেউ মানতে পারবে না।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বা সরকারের নীতিমালার সঙ্গে যদি কারও কোনো অসন্তোষ থাকে, সেটি প্রকাশ করা যেতে পারে। কিন্তু যেসব ব্যক্তি জনসাধারণের জীবনের সঙ্গে যুক্ত নয়, তাদের পরিবারকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর ভাষা ব্যবহার করা যায় না। তারা স্থানীয় দুষ্কৃতিকারীর মতো কথা বলেছে, যা আরজেডির এক দীর্ঘকালীন রীতিতে পরিণত হয়েছে। কংগ্রেস ও আরজেডি—দু’টি প্রাচীন দল—যথেষ্ট বুদ্ধিমত্তা থাকা উচিত যে ‘সরকারি বিষয়’ না হলেও এভাবে ভাষা ব্যবহার করা ঠিক নয়।”

Exit mobile version