Site icon janatar kalam

প্রদ্যোৎ কিশোর দেববর্মণের এই ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক : আমরা বাঙালি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভায় জনজাতি সংরক্ষিত ২৫ টি আসন করার তিপ্রা মথার প্রধানের দাবি অসাংবিধানিক। বৃহস্পতিবার এই দাবি করলো আমরা বাঙালী নেতৃত্ব। ত্রিপুরার বিধানসভার ৬০টি আসনের মধ্যে বর্তমানে জনজাতি সংরক্ষিত ২০ টি আসনের জায়গায় তিপ্রামথা দলের পক্ষ থেকে ২৫ টি আসন জনজাতি ও ১ টি আসন মনিপুরীদের জন্য সংরক্ষণের দাবি জানানো হয়।

কিন্তু ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভা, বিধানসভার মতো আইনসভা গুলি ছাড়াও চাকুরি সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধা গুলি জনসংখ্যার অনুপাতে সংরক্ষিত হয়। সে অনুযায়ী বর্তমানে ত্রিপুরা বিধানসভায় ৬০ টি আসনের মধ্যে ২০ টি এস.টি সংরক্ষিত ও এসসি সংরক্ষিত আসন রয়েছে ১০ টি।

বর্তমানে বিধানসভার ২০ টি এসটি সংরক্ষিত আসনের জায়গায় ২৫ টি আসন এসটি ও ১ টি মনিপুরী মিলে ২৬ টি সংরক্ষিত করতে হলে সংবিধানের জনসংখ্যানুপাতে সংরক্ষনের মূল নিতিকেই বদলাতে হবে।

তাই প্রদ্যোৎ কিশোর দেববর্মণের এই ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক বলে দাবি করে আমরা বাঙালি দল। বৃহস্পতিবার আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।তিপ্রা মথার প্রধানের এ ধরণের দাবি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন এবং নিন্দা জানান।

 

 

Exit mobile version