জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে ভারত। পাল্লেকেলে মাঠে খেলা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ভারতীয় দল, এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবের ৫৮ রানের ইনিংস ও ঋষভ পান্তের ৪৯ রানের ভরসায় টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নেয় ২০ ওভার শেষে স্কোর ৭ উইকেট হারিয়ে ২১৩ রান। শ্রীলঙ্কার হয়ে বোলিংয়ে মাথিশা পাথিরানা নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে গিয়ে কুশল মেন্ডিস ও পথুম নিসাঙ্কার উদ্বোধনী জুটি শ্রীলঙ্কা দলকে দুর্দান্ত সূচনা এনে দেয় এবং প্রথম উইকেটে ৮৪ রানের জুটি গড়লেও প্রথম উইকেটের পতনের পর ভারতীয় দল দারুণ সূচনা করে। এই ম্যাচে কামব্যাক করে শ্রীলঙ্কার ইনিংস স্কোর ছিল ১৯.২ ওভারে ১৭০ রান। ভারতের বোলিংয়ে রিয়ান পরাগ সর্বোচ্চ ৩টি উইকেট নেন এবং আরশদীপ সিং এবং অক্ষর প্যাটেলও ২টি করে উইকেট নিতে সক্ষম হন।ভারতীয় দল এখন এই সিরিজে ১-০ তে এগিয়ে আছে। দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামীকাল অর্থাৎ ২৮ জুলাই খেলা হবে।