Site icon janatar kalam

প্রথমবারের মতো রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে হতে যাচ্ছে মেগা রক্তদান শিবির, 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথমবারের মতো রাজধানীর রামনগরের ৪ নম্বরের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে হতে যাচ্ছে মেগা রক্তদান শিবির। শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে হবে শিবিরটি। বৃহস্পতিবার সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, রামনগর বহু বছর ধরে যে সম্প্রীতি রয়েছে একে আরও সুদৃঢ় করা হবে রক্তদান শিবিরের মাধ্যমে।

তিনি জানান প্রথমবারের মতো প্রায় ১৫০ জন মুসলিম সংখ্যালঘু অংশের নারী-পুরুষ রক্তদান করবেন এই শিবিরে। শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া থাকবেন পুর নিগমের মেয়র, মসজিদের ইমাম, রামনগর বিধানসভা এলাকার সব পুর নিগমের কর্পোরেটর সহ বিশিষ্টজনেরা। মেয়র সকলের কাছে আহ্বান জানান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যাতে রক্তদান শিবিরে অংশ নেন।

 

 

Exit mobile version