জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর বাড়ি থেকে মেয়ের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ।ঘটনা সোনামুড়া মধুবন কলেজ রোডের নিমাই সাহার বাড়িতে।ঘটনাটি পরিকল্পিত খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়
সোনামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিমাই সাহা।বাড়ি সোনামুড়া মধুবন কলেজ রোড এলাকায়।বাড়িতে স্ত্রী ওস্বামী পরিত্যক্তা ৩০ বছর বয়স্কা কন্যা সুদীপা সরকারকে নিয়ে থাকেন নিমাই সাহা।কন্যা সুদীপার দুই সন্তান তাদের পিতার সাথে থাকে।রোজ সকালে ঘুম থেকে উঠে মা বাবাকে চা করে দিতেন সুদীপা।কিন্তু সোমবার অনেক বেলা হলেও মা বাবার জন্য চা করেননি সুদীপা।ডাকাডাকি করেও তার সারা পাওয়া যাচ্ছিলনা।অগ্যতা চা না পান করেই ঘুম থেকে উঠে বাড়ির এদিক ওদিক মেয়ের খোজাখোজি শুরু করেন নিমাই সাহা।তখন বাড়ির একটি পরিত্যক্ত বাথরুমে মেয়ের অগ্নিদগ্ধা মৃতদেহ দেখতে পান তিনি।এদিন এমনটাই জানান শোকার্ত নিমাই সাহা।খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ।আনা হয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে।তারা ঘটনার তদন্ত করে।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ সোনামুড়া হাসপাতালে পাঠায়।ঘটনাটি খুন না নিছক আত্মহত্যা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে অনিহা প্রকাশ করেন মহকুমা পুলিশ আধিকারিক।এদিন ময়না তদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেন ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ।