Site icon janatar kalam

প্রতিমা নিরঞ্জন সঠিকভাবে সম্পন্ন করতে নিযুক্ত করা হলো ১০০ জন কর্মী : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিথি অনুযায়ী শনিবার দশমী। আকাশে বাতাসে বিষাদের সুর। আবার এক বছরের প্রতীক্ষা। সেই মতো এদিনই রাজধানীর দুর্গা বাড়ি সহ অনেক পূজা মণ্ডপের প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে বিশেষ করে বারোয়ারি পূজা গুলির প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে। শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। এদিন দুপুরে আগরতলা দশমীঘাটে দেখা গেছে সারিবদ্ধভাবে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে।

এদিন দুপুরে দশমীঘাট পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দশমীঘাট পরিদর্শন করে তিনি জানান, সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যাতে প্রতিমা নিরঞ্জন করা যায় তার জন্য প্রশাসনিকভাবে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উলুধ্বনি এবং সন্ধ্যা আরতির মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হবে। বাদ্যযন্ত্র নিয়ে দশমীঘাটে প্রবেশ করা যাবে না।

প্রতিমা নিরঞ্জন যাতে সঠিকভাবে করা হয় তার জন্য ১০০ জন কর্মী নিযুক্ত রয়েছে। পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিগত বছর ৩৭০ টি প্রতিমা আগরতলার দশমীঘাটে নিরঞ্জন করা হয়েছিল। এই বছর প্রতিমা নিরঞ্জনের সংখ্যা আরও বাড়বে বলে আশাব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। এদিন প্রতিমা নির্জন ঘাটে দেখা গেল বিষাদের মধ্যে আনন্দ। সকলের মুখে একটাই কথা আসছে বছর আবার হবে।

 

 

Exit mobile version