প্রতিবেশী যুবকের দ্বারা ধর্ষণের শিকার সাত বছরের এক শিশু কন্যা, পাশে দাঁড়ালো শিশু সুরক্ষা কমিশন
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো সামাজিক অধঃ পতনের নজির। প্রতিবেশী যুবকের দ্বারা ধর্ষণের শিকার সাত বছরের এক শিশু কন্যা। ঘটনা ডুকলি এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান শিশুটির মা। বর্তমানে অসহায় মা জিবি হাসপাতালে শিশুটির সঙ্গে রয়েছেন।
তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন। সে যেন ভবিষতে আর কারোর সঙ্গে এই ধরণের নেক্কারজনক আচরণ করার সাহস না পায়। অসহায় মা জানান, এই ঘটনায় পাড়ার অনেকের কাছেই তিনি ন্যায় বিচার চাইতে গিয়েছেন। কিন্তু কেও এগিয়ে আসেনি। এই ধরণের ঘটনা প্রমাণ করে সামাজিক অধঃপতন কোথায় গিয়ে থেকেছে। মানুষরূপী হিংস্র হায়নাদের থেকে নিস্তার পাচ্ছেনা অবুঝ শিশুরাও। পুলিশ এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।
এদিন কমিশনের এক প্রতিনিধি দল ছুটে যায় জিবি হাসপাতালে। পুলিশের সঙ্গেও কথা বলেন তারা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সেই সঙ্গে নির্যাতিতা শিশুটির চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তারা। উল্লেখ্য, ডুকলি এলাকার ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী যুবক প্রসেনজিৎ পালের বিরুদ্ধে। বর্তমানে শিশুটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
এই খবর পরিবেশনের পর শিশুটির পাশে দাঁড়ালেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। এর আগে শিশুটির মা আক্ষেপ করে বলেছিলেন, কোথাও উনার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। অসহায় হয়ে পড়েছেন তিনি। এখন শিশু সুরক্ষা কমিশন পাশে দাঁড়ানোর পর কতটা ন্যায় বিচার পাওয়া যায় সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, গত কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছিল। শিশুটি প্রাথমিকভাবে ভয়ে কিছু বলতে চায়নি। কিন্তু শারীরিক যন্ত্রনা বাড়তে থাকায় মায়ের কাছে সব খুলে বলে। কিন্তু কোথাও ন্যায় বিচার পাননি তিনি।