জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গর্বের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জিরানীয়া মহাকুমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পতাকা উত্তোলনের পর তিনি প্রথামাফিক ‘গার্ড অব অনার’-এ ত্রিপুরা পুলিশের তরফে অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয়েছে। আজও কিছু বৈদেশিক শক্তি দেশের অগ্রগতি থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, বিগত কয়েক বছরে পরিকল্পিতভাবে পিছন থেকে সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা হয়েছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক।
মন্ত্রী আরও বলেন, এসব চক্রান্ত সত্ত্বেও ভারতবর্ষ ঐক্য ও সংবিধানের শক্তিতেই এগিয়ে চলেছে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সকল নাগরিককে সচেতন ও একজোট থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

