জনতার কলম ওয়েবডেস্ক :- আজ দেশজুড়ে গৌরব ও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্টোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। প্রজাতন্ত্র দিবসের মঞ্চে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়াকে উরসুলা ভন ডার লেয়েন তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান বলে উল্লেখ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লেখেন,
“প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া জীবনের সবচেয়ে বড় সম্মান। একটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে—যার সুফল আমরা সবাই পাই।”
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের এই দুই শীর্ষ নেতা বর্তমানে ভারত সফরে রয়েছেন। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ১৬তম ইইউ-ভারত শীর্ষ সম্মেলন, যার আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শীর্ষ বৈঠকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
প্রথাগতভাবে ইউরোপীয় দেশগুলি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইইউ ও যুক্তরাষ্ট্র মিলিতভাবে বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের ৪০ শতাংশেরও বেশি এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ‘ট্যারিফ বোমা’ আন্তর্জাতিক সম্পর্ককে কিছুটা প্রভাবিত করেছে। এই পরিস্থিতিতে ইউরোপ যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প কৌশলগত অংশীদার হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী এবং ভারতকে একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে দেখছে।
রবিবার দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের এই দুই শীর্ষ নেতাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আগে সোমবার তাঁরা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন,
“ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট এন্টোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে ভারতে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাঁদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো আমাদের জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁদের আসন্ন আলোচনা ভারত-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আমি নিশ্চিত।”
এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক পোস্টে বলেন,
“ভারত-ইইউ সম্পর্ক বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী অংশীদারিত্ব। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্টোনিও কস্তাকে রাজকীয় সফরে নতুন দিল্লিতে স্বাগত জানানো হয়েছে।”
সমগ্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইউরোপীয় নেতৃত্বের উপস্থিতি আন্তর্জাতিক মহলে ভারতের বর্ধিত কূটনৈতিক গুরুত্ব ও কৌশলগত শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

