জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ৭৭তম প্রজাতন্ত্র দিবসের পবিত্র ও গৌরবময় উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা আগরতলার শ্যামাপ্রসাদ লেনস্থ তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি সংবিধানের পবিত্র আদর্শ ও প্রজাতন্ত্রের চিরন্তন চেতনাকে নতুন করে স্মরণ ও সম্মান জানান।
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে শুধু একটি জাতীয় উৎসব নয়, বরং গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচারের মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র পরিবেশ ছিল দেশাত্মবোধে উদ্বুদ্ধ ও উৎসবমুখর।

