Site icon janatar kalam

প্রকাশ্য দিবালোকে ধারালো অস্র দিয়ে খুন এক যুবক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিনদুপুরে প্রকাশ্যে পিটিয়ে খুন আমতলীতে! দুই দোকানের কর্মচারীর মধ্যে বাগবিতন্ডা কে কেন্দ্র করে ধারালো অস্ত্র এর আঘাতে খুন হলো একজন। ঘটনা আমতলী এলাকায়।ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। জানা গেছে শুক্রবার দুপুরে আমতলী থানার অন্তর্গত আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশের আমতলী বাজার সংলগ্ন এলাকায় গাড়ির টায়ারের দোকানের কর্মচারী সম্রাট দেবনাথ তার পাশের একটি দোকানের কর্মচারী সায়ন ভৌমিকের সাথে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে।

একসময় সেই তর্ক বিতর্ক ঝগড়া আকারে পরিণত হয়। পরে উত্তেজিত হয়ে সম্রাট দেবনাথ সাবল দিয়ে সায়ন ভৌমিকের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই সায়ন ভৌমিক মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি আশেপাশের দোকানদারেরা দেখতে পেয়ে এগিয়ে যেতে চেষ্টা করলেও ঘাতক সম্রাট দেবনাথের হাতে ধারালো অস্ত্র থাকার কারণে কেউ তার সামনে যেতে সাহস পায়নি। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে সায়ন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সম্রাট দেবনাথ সহ খুনের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে ও এস ডি পিও প্রসন কান্তি ত্রিপুরা আমতলী থানায় ছুটে এসে ঘাতক সম্রাট দেবনাথ কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জানা গেছে মৃত সায়ন ভৌমিকদের বাড়ি বিশালগ দুর্গানগর শিবনগর এলাকায় এবং ঘাতক সম্রাট দেবনাথের বাড়ি হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়।

জানা গেছে সম্রাট দেবনাথ এর বিরুদ্ধে পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং শনিবার ধৃত সম্রাট দেবনাথ কে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করবে। এদিকে এই ঘটনায় মৃত সায়ন ভৌমিকের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

Exit mobile version