Site icon janatar kalam

প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল 

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (টি.বি.জে.ই.ই.) ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ফলাফল বোর্ডের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পারবে। আজ ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে বোর্ডের সচিব ড. পৃথ্বিজ্যোতি ভৌমিক জানান, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পি.সি.এম. বিভাগে প্রথম স্থান অধিকার করেছে উত্তর ত্রিপুরা জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র দ্বীপজয় দাস। দ্বিতীয় স্থান পেয়েছে হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ত্রিস্রোতা দাস এবং খেরেংজুরি জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র অর্ণব নাথ তৃতীয় স্থান অধিকার করেছে। পি.সি.বি. গ্রুপে শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনন্যা দেবনাথ, শিশুবিহার বিদ্যালয়ের সপ্তদীপ পাল এবং শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দেবপ্রসাদ সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

সাংবাদিক সম্মেলনে সচিব আরও বলেন, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোট ৫,২৯৬ জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছিলো। এরমধ্যে ছাত্র ছিলো ২,৫১১ জন এবং ছাত্রী ২,৭৮৫ জন। পি.সি.এম. গ্রুপে নাম নথিভুক্ত করেছিলো ২,২৪৮ জন এবং পি.সি.বি. গ্রুপে নাম নথিভুক্ত করেছিলো ৪,৬৫২ জন। পি.সি.এম. গ্রুপে পরীক্ষায় বসে ১,৯৮৯ জন এবং পি.সি.বি. গ্রুপে পরীক্ষায় বসে ৪,৩৩২ জন।

এই পরীক্ষায় উন্নীত ছাত্রছাত্রীরা রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০-এর মতো বিভিন্ন সিটে ভর্তি হতে পারবে। উল্লেখ্য, রাজ্যের ৮টি জেলায় ১৫টি সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের চেয়ারম্যান ড. শুভদীপ পাল এবং সদস্য প্রফেসর সঞ্জয় মিত্র।

Exit mobile version