Site icon janatar kalam

প্যারা সুইমিং আন্তর্জাতিক আসর থেকে ব্রোঞ্জ পদক নিয়ে রাজ্যে ফিরলো সাতারু বিনিত রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক প্যারা সুইমিং আসরে জাতীয় দলের হয়ে সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ত্রিপুরার দুই সাতারু। তারা হলেন বিনিত রায় ও সমীর বর্মণ। তাদের সঙ্গে সিঙ্গাপুরে যান কোচ দীপক দাস। অনেক বছর চেষ্টার পরে এবছর তারা প্যারা সুইমিং আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পায়। সেখানে সাফল্যও পায়।

সাতারু বিনিত রায় ব্রোঞ্জ পদক পায়। আর সমীর বর্মণ অনেকটা এগিয়ে গেলেও পদক অর্জন করতে পারেনি দুর্ভাগ্যবশত। দুই সাতারু ও কোচ শুক্রবার রাজ্যে আসেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাদের সংবর্ধনা দেওয়া হয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তরফে। উপস্থিত ছিলেন সাতারুদের পরিবারের সদস্যরাও।

এছাড়াও ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব,পাইমং মগ, অপু রায়, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব নিখিল সাহাসহ অন্যরা। দুই সাতারুর সাফল্যে খুশি ক্রীড়ামোদীরা। আগামীদিনে তাদের আরও বড় সাফল্য কামনা করেন।

 

 

Exit mobile version