জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পোষণ মাস, সেবা সুশাসন ও গরিব কল্যাণের নবম বছরে প্রদর্শনী ও আলোচনা চক্রের আয়োজন করেছে সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন কৈলাশহর শাখা। অংশ নিয়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনসেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন কৈলাশহর শাখার উদ্যোগে পোষণ মাস, সেবা সুশাসন ও গরিব কল্যাণের নবম বছরে প্রদর্শনী ও আলোচনা চক্রের আয়োজন করেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের যুবরাজনগর বীরেশ পাড়া হাফলং টি এস্টেটে। ২৯ সেপ্টেম্বর ফটো প্রদর্শনী ও আলোচনা চক্রের উদ্বোধন করেন ধর্মনগর নেহেরু যুব কেন্দ্রের মাস্টার ট্রেইনার রণদীপ রুদ্র পাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি এইচ ও হীরা মানিক ত্রিপুরা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন দেববর্মা, বীনা দেববর্মা সবিতা দেববর্মা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পোষণ মাসের উপর ফটো প্রদর্শনী, এখানে মহিলাদের চারটি দলে বিভক্ত করে স্থানীয় ভাষায় আলোচনা করা হয়েছে। ভারত সরকারের সেবা, সুশাসন, গরিব কল্যাণ কর্মসূচি নিয়ে গ্রুপ ডিসকাশন করে তৃণমূল স্তর থেকে প্রতিক্রিয়া নিয়েছেন ফিল্ড অফিস কৈলাশহরের অফিসার ইনচার্জ এইচ কে চ্যাং। এদিনের অনুষ্ঠানে প্রায় দেড়শ জন মহিলা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।