জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুরনো পেনশন ব্যবস্থার আওতায় থাকা অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থে সরব হলো ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। পে রিভিশন কমিশনে পুরনো পেনশন ব্যবস্থার পেনশনারদের বিষয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এই ইস্যুতে ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামার ঘোষণাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানান, অষ্টম পে কমিশন সংক্রান্ত প্রস্তাবে পুরনো সিস্টেমের পেনশনারদের পেনশন ডিভিশন বা কাঠামো কী হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই। এতে রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সংগঠনের দাবি, সরকারকে অবিলম্বে এই বিষয়ে স্পষ্টীকরণ দিতে হবে।
ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, অষ্টম পে কমিশন ইস্যুতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠিও পাঠানো হয়েছে। সেখানে পুরনো পেনশনারদের ন্যায্য দাবিদাওয়া ও আর্থিক সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে বর্ণাঢ্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসবে সংগঠনটি, যাতে পুরনো পেনশনারদের দাবিগুলি জাতীয় স্তরে তুলে ধরা যায়।
সংগঠনের নেতৃত্ব আরও জানান, সরকার যদি দ্রুত এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে পথে নামবে বলেও তাঁরা স্পষ্ট করেন।

