জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আশংকা রয়েছে চাহিদা ও জোগানের মধ্যে পার্থক্য থাকায় চলতি মাসের শেষের দিকে খুচরো বাজারে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে। এই পরিস্থিতিতে আগেভাগেই ব্যবস্থা নিল সরকার। জানা যায় পেয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। দেশের বাজারে যাতে পেঁয়াজের আকাল না দেখা দেয় তাই এই পদক্ষেপ। তবে গৃহিত এই পদক্ষেপ নিয়ে মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। জানিয়েছেন, ঠিক সময়েই পেঁয়াজের ওপর রপ্তানি শুল্ক চাপানো হয়েছে। এদিকে পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক চাপানোর পরই আন্দোলনে নেমেছেন কৃষকরা। এই আবহে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং এক সংবাদ সংস্থাকে জানান, ‘পেঁয়াজের ওপর রফতানি শুল্ক আরোপের সিদ্ধান্ত আগাম নয়। দেশের বাজারে যাতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পায় এবং মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তার জন্য এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।’