জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন খাদ্য দপ্তর। সদর মহকুমা ডিসিএম এর উদ্যোগে প্রায় প্রতিদিন খাদ্য দপ্তরের কর্মীরা ছুটে বেড়াচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। বৃহস্পতিবার হানা দিয়েছে বটতলা বাজারে। বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে কোথাও চল্লিশ টাকা কোথাও ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখতে পায়। যে সমস্ত ব্যবসায়ীরা ৪৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। এদিন বটতলা বাজারে এক ব্যবসায়ীর দাড়িপাল্লায়ও ভেজাল পেয়েছে। দপ্তর আধিকারিকরা ওই ব্যবসায়ীকে তৎক্ষণাৎ জরিমানা করেছে। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা জানান, খাদ্য দপ্তরের অধিকর্তা সমস্ত ব্যবসায়ীদের ডেকে পাঠিয়েছেন জরুরী বৈঠকে মিলিত হওয়ার জন্য। প্রসঙ্গত পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬০০ টাকা দরে। সেই জায়গায় ব্যবসায়ীরা খুচরা মূল্য প্রতি কেজি ৪০ টাকা নিতে পারে। সেখানে বিক্রি করছে ৪৫ টাকা দরে।