জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে সোমবার মহারাজগঞ্জ বাজারের বানিজ্য ভবনে ব্যাবসায়িক সমিতি ও খাদ্য দপ্তরের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল আধিকারি ও সদর মহকুমা শাসক অরূপ দেব। এদিনের সভায় ব্যবসায়ীদের করা হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য অধিকর্তা, জানিয়েছেন কোনও জিনিসের মূল্য বৃদ্ধি ঘটাতে হলে আগে এস ডি এম এর অনুমতি নিতে হবে। হুট করে বাজারে কোন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটানো যাবে না। সভায় সমস্ত ব্যবসায়ীরা খাদ্য অধিকর্তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন।

