জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই বাইক চোরকে গ্রেফতার করলো পূর্ব থানার পুলিশ। তাদের জেরা করে বাইপাস রোড এলাকার একটি জঙ্গল থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন।
গত নভেম্বর মাসে রাজধানীর ধলেশ্বর এলাকা থেকে একটি বাইক চুরি হয়, বাড়ি থেকেই চুরি হয় বাইকটি ।অপরদিকে চলতি মাসের প্রথম সপ্তাহে যোগেন্দ্রনগর এলাকা থেকেও একটি বাইক চুরির ঘটনা ঘটে। বাইক চুরির অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ একটি টিম গঠন করে। এই দলের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। পুলিশের দলটি বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ২ কুখ্যাত বাইক চোরকে শুক্রবার রাতে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।
তাদের জেরা করে বাইপাস রোড এলাকার একটি জঙ্গল থেকে চুরি যাওয়া দুটি বাইক পুলিশ শনিবার উদ্ধার করে। এ দিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,বাইক চুরির ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতাও উল্লেখযোগ্য ছিল।
ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবারে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। সদর এসডিপিও আরো জানান, বাইক চুরি-কাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের জালে তোলার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে রাজধানীর পূর্ব থানার অধীন কলেজটিলা,আড়ালিয়া, ধলেশ্বর প্রভৃতি এলাকা থেকে প্রায়ই বাইক চুরির ঘটনা ঘটছে। একটি চোর চক্র এই কাণ্ডে জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ এই চক্রটিকে জালে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে।