Site icon janatar kalam

পূর্বত্তরে ৫.৮ মাত্রার ভূমিকম্পের ধাক্কা, আতঙ্কে ঘরছাড়া মানুষ

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার বিকেলে ভারতের পূর্বোত্তর অংশে ব্যাপকভাবে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে। আসাম সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পটি সন্ধ্যা ৪টা ৪১ মিনিটে উদলগুরি জেলাকে কেন্দ্র করে ঘটেছে। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৫ কিমি।

এই ভূমিকম্পের ধাক্কা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভূটান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অনুভূত হয়েছে। এতে স্থানীয় জনগণ ভয়ে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আশার খবর, এখন পর্যন্ত কোন ধরনের প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।

আসাম সরকার ও ভূতাত্ত্বিক সংস্থাগুলি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনিক দিক থেকেও জরুরি তৎপরতা শুরু হয়েছে।

 

 

Exit mobile version