Site icon janatar kalam

পূজায় বিদ্যুৎ পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা খতিয়ে দেখলেন দপ্তরের সচিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূজায় বিদ্যুৎ পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা খতিয়ে দেখতে স্টেট লোড ডেসপাচ সেন্টার ঘুরে দেখলেন দপ্তরের সচিব। বৃহস্পতিবার রাতে রাজধানীর ৭৯ টিলাস্থিত বিদ্যুৎ নিগমের অধীন স্টেট লোড ডেসপাচ সেন্টার সরজমিনে ঘুরে দেখেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং।

সাথে ছিলেন টিএসইসিএল-এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। স্টেট লোড ডেসপাচ সেন্টার ঘুরে দেখার পর দপ্তরের সচিব অভিষেক সিং জানান স্টেট লোড ডেসপাস সেন্টার থেকে সমগ্র ত্রিপুরা রাজ্যে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ও মনিটরিং করা হয়।

দুর্গা পুজার সময় সমগ্র রাজ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সবকিছু এই সেন্টার থেকে পরিচালনা করা হয়। এবার বন্যায় বিদ্যুৎ দপ্তরের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও দপ্তরের কর্মীরা যুদ্ধকালিন তৎপরতায় কাজ করে পুজার সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রেখেছে। পুজার মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছে দপ্তরের কর্মীরা।

 

 

Exit mobile version