পুলিশ সপ্তাহে খানিকের জন্য এ ডি নগর থানার দায়িত্বে পড়ুয়ারা
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহন করলো অরুন্ধুতি নগর থানার পুলিশ। মুলত পুলিশ কিভাবে জনস্বার্থে দৈনন্দিন নিজ দায়িত্বে সচল থাকে এবং সাধারণ মানুষের প্রতি পুলিশের কি কর্তব্য রয়েছে সেই বিষয়ে সদর্থক বার্তা দেওয়ার লক্ষেই আজকের এই অভিনব উদ্যোগ।
এদিন সংবাদ মাধ্যমকে অরুন্ধুতিনগর থানার পুলিশ আধিকারিক জানান এই থানার অন্তর্গত অরুন্ধুতি নগর বিদ্যালয়, বড়দোয়ালী বিদ্যালয় ও ক্যাম্পের বাজার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এনে পুলিশের বিভিন্ন পদের বিভিন্ন অফিসারের কাজ কি সে বিষয়ে একটি ক্ষুদ্র নমুনা প্রকাশ করা হয়েছে।
তাছাড়া কোন সাধারন মানুষ যদি কোন প্রকার অভিযোগ নিয়ে থানায় আসে তাহলে তাদের সাথে কিরকম ব্যবহার করা হয় ও থানার উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল অবধি কার কি দায়িত্ব রয়েছে সে বিষয়ে বুঝানো হয়েছে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন যেসকল ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে এরা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে অনুষ্ঠানটিকে পালন করেছে বলে।