Site icon janatar kalam

পুলিশের জালে আটক তিন কুখ্যাত বাইক চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুলিশের জালে আটক তিন কুখ্যাত বাইক লিফটার। রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের বার বাড়ন্তে। জানা যায় গত ২৪ ডিসেম্বর চিত্তরঞ্জন রোড এলাকার এক ব্যক্তি বাইক চুরির মামলা থানায় দায়ের করেছিল পূর্ব আগরতলা থানায়। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরে গোপন সংবাদের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। আটকৃত চুরের নাম সঞ্জিত সরকার, সে মেলাঘরের বাসিন্দা। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও দুইজনের নাম উঠে আসে। সাথে সাথে পুলিশ তাঁদেরকেও আটক করে থানায় নিয়ে গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী জানান তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে, এবং এরকম আর কয়টি গ্রূপ রয়েছে সে বিষয়েও অবগত হওয়া যাবে এবং এ ধরণের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version