জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুঙ্গিয়াকামি থানা এলাকার জাতীয় সড়কের ৪১ মাইলে পুলিশের নাকা পয়েন্টে গাড়ির চেকিং করতে গিয়ে নেশা কারবারিদের বড় ধরনের হদিশ পেল পুলিশ। তেলিয়ামুরা মহকুমা পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরা জানান, শনিবার সকালে নাকা পয়েন্টে গাড়ি তল্লাশির সময়ে AS 01 MA 7568 নম্বরের গাড়িটিকে থামালে চালকের কথাবার্তায় সন্দেহ হলে গাড়িটি চেকিং করার পর ইয়াবা ট্যাবলেটের প্রচুর পরিমাণ খালি প্যাকেট গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক পুলিশকে জানায় একজন মহিলা এবং একজন পুরুষ কুমারঘাট আসার আগেই ব্যাগে করে ট্যাবলেট গুলিকে নিয়ে নেমে পড়ে। চালককে পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু নামের তালিকা পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আর কিছু বলতে চায় নি মহকুমা পুলিশ অফিসার শ্রী ত্রিপুরা।