Site icon janatar kalam

পুলওয়ামায় এনকাউন্টারে মৃত এক সন্ত্রাসবাদী, উদ্ধার গোলাবারুদ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের পুলওয়ামা এলাকায় জম্মু কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসবাদীর তথ্য পেয়ে এনাকাউন্টার চালানো হয়, শুক্রবার পুলওয়ামা এনকাউন্টার সম্পর্কে, কাশ্মীরের আইজিপি ভি কে বার্দি জানান, গতকাল সন্ধ্যায়, পুলিশ সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে তথ্য পেয়েছিল। যখন অনুসন্ধান চলছে, তখন গুলি বিনিময় হয়েছিল৷ সেই সময়, একটি এনকাউন্টার শুরু হয়, যা রাত অবধি চলে। সকালে যখন অনুসন্ধান অভিযান শেষ হয়, তখন অস্ত্র ও গোলাবারুদ সহ একটি দেহ উদ্ধার করা হয়। পরে, সন্ত্রাসীর পরিচয় আসে, জানা যায় সে একজন  শ্রেণীবদ্ধ সন্ত্রাসী ছিল। অপারেশন এখন চূড়ান্ত পর্যায়ে।

 

 

Exit mobile version