জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগমের মেয়রের হাত ধরে ভেন্ডারদের মধ্যে বিলি করলেন। আগরতলা পুর নিগমের ৪৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এদিন ভেন্ডার লাইসেন্স দেওয়া হয়। ওয়ার্ড অফিসে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের সুচনা করেন নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন স্ট্রিট ভেন্ডার কথা চিন্তা করে তাদের মধ্যে ভেন্ডার লাইসেন্স বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্ট্রিট ভেন্ডারদের জন্য প্রধানমন্ত্রী নানান প্রকল্পের ঘোষণা দিয়েছেন। লাইসেন্স পেয়ে খুশি সুবিধাভোগীরা।