Site icon janatar kalam

পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে পুনরায় প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠিত হবে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 জিরো শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। গোটা দেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগরতলা পৌরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে এবং জোনালে এই উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।এই গৃহীত কর্মসূচি সফলভাবে রূপায়ণ করে তুলতে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুরো নিগমের আধিকারিক, মেয়র পারি্ষদের সদস্য সদস্যা সহ কর্পোরেটররা। এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্প গুলি থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রায় ৩ মাস ব্যাপী ফের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। এর নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা।গত বুধবার দেশ ব্যাপী এর সূচনা হয়। পুর নিগম প্রতিটি ওয়ার্ডে পুনরায় প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠিত হবে ,তা নিয়ে আজকে পুর নিগমের কনফারেন্স হলে আজ এক বিশেষ সভার আয়োজন করি। উল্লেখ্য গত বছর প্রতি ঘরে সুশাসন রাজ্য বাসির মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সরকারি সুযোগ-সুবিধা যেমন কাস্ট সার্টিফিকেট, পিআরসি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ির কাছে ক্যাম্পের মাধ্যমে পাওয়ার যে ব্যবস্থা এ বছর ও তা করা হবে।

 

 

 

Exit mobile version