জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৩ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার এলাকার নাগরিকদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এখানে এলাকার বরিষ্ঠ নাগরিকদের নিয়ে আয়োজন করা হয়েছে একমত বিনিময় সভা । সবাই উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত ছিলেন 23 নং ওয়ার্ডের কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য । আলোচনায় অংশগ্রহণ করে বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য বলেন, আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে বদ্ধপরিকর সরকার । সরকার চাইছে নিগম এলাকার সামগ্রিক উন্নয়ন । বিশেষ করে জল নিকাশি ব্যবস্থা , রাস্তাঘাট , ড্রেইন সহ সামগ্রিক বিকাশ ।