পুর নিগমের উদ্যোগে হাওড়া নদীতে ছাড়া হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় যোগেন্দ্রনগরে হাওড়া নদীতে ছাড়া হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজ হাতে গোনাগুলি নদীতে ছাড়েন। সঙ্গে ছিলেন মৎস্য দপ্তর ও পুর নিগমের আধিকারিকরা। মেয়র জানান, মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় এই চারাগোনাগুলি ফেলা হয়।
এর মূল উদ্দেশ্য যারা নদীতে মৎস্য শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের সহযোগিতা করা। মেয়র এই উদ্যোগের জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য আগেও এই প্রকল্পে বিভিন্ন সময়ে নদীতে মাছের পোনা ছাড়া হয়েছে। নদীতে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা ও মৎস্য শিকারিদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এক লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয় বলে জানান মেয়র।