Site icon janatar kalam

পুর নিগমের উদ্যোগে শুরু হতে চলেছে আগরতলায় নতুন হাসপাতাল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ৬ টি শহুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সাব সেন্টার রয়েছে ৪০ টির অধিক। এই সেন্টারগুলি আগামীদিনে সিভিল হাসপাতালের সাথে যুক্ত হবে। রাজ্যের মহকুমা হাসপাতালগুলির আদলে করা হবে এই সিভিল হাসপাতাল। আগরতলা পুর নিগম এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নয়ন করার জন্য পৃথক একটি হাসপাতাল খোলার জন্য প্রস্তাব রয়েছে পুর নিগম থেকে।

আগরতলা পুর নিগম এই সিভিল হাসপাতাল পরিচালনা করবে। তবে সকল ধরনের সহযোগিতা করবে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার জ্যাকসন গেইট পূর্ত দপ্তরের পাকা ভবনটি পরিদর্শনে গিয়ে একথা জানান স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার যান ভবনটি ঘুরে দেখতে। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। তারা বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।

 

 

Exit mobile version