janatar kalam

পুনরায় প্রধানমন্ত্রী হতে সাধারন ভোটাররাই মোদির গ্যারান্টি : রামপ্রসাদ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে চলছে গ্রাম চলো অভিযান । ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে খোঁজখবর নিচ্ছে নেতৃত্বরা। কোন মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে সম্পর্কে অবগত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে তারও খোঁজ খবর নিচ্ছেন বিধানসভার উপাধক্ষ্য রামপ্রসাদ পাল। সঙ্গে রয়েছেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার। এছাড়াও রয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।

সাধারণ মানুষ যাতে প্রধানমন্ত্রী দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বাদ না পড়ে সেজন্য দলীয় নেতৃত্বের কাছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ উপভোগ করতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি চাইছে নেতৃত্বরা। বলছেন মোদি যেহেতু আপনাদের গ্যারান্টি নিচ্ছে তেমনি আপনারও মোদিকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে গ্যারান্টি দিতে হবে।

 

 

Exit mobile version