জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুজোর আগে সমস্ত বাজার ও রেশন সব গুলিতে হানা অব্যাহত রেখেছে খাদ্য দপ্তর । বিশেষ করে কালোবাজারি রুখতে খাদ্য দপ্তরের এই উদ্যোগ ।বুধবার রাজধানীর বিটাবন এলাকায় একটি রেশন শপে গড়মিল পাওয়ায় সঙ্গে সঙ্গেই ডিলারশিপ বাতিল করে দিয়েছে । এই রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল বলে জানিয়েছেন ফুড ইন্সপেক্টররা । বৃহস্পতিবার সকালে খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়েছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে । আইজিএম চৌমুহনীতে একটি হোটেলে হানা দিয়ে বেশ কয়েকটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে । প্রসঙ্গত রাজধানীতে বহু হোটেল রেস্টুরেন্টে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রয়েছে । খাদ্য দপ্তর এবার পুজোর আগে এগুলিকে বাজেয়াপ্ত করতেই অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে ।