Site icon janatar kalam

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই বালকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার মনসা পূজার দশমীর শেষে বিশালগড় বালক বাবা আশ্রমের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এই দুই বালকের। মৃত দুই বালকের নাম সৈকত দেবনাথ এবং দিবাকর দাস। মৃত দুই বালক একে অপরের মামাতো পিসতুত ভাই। পুকুরে স্নান করার সময় আচমকাই সৈকত দেবনাথ এবং দিবাকর দাস জলের নিচে তলিয়ে যায়। পরে ঘটনাটি অন্য আরেক শিশু প্রত্যক্ষ করতে পেরে দৌড়ে গিয়ে তাদের বাড়িতে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা অনেক পরীক্ষা-নিরীক্ষার পর সৈকত দেবনাথ এবং দিবাকর দাস কে মৃত বলে ঘোষণা করে। মৃত দুই নাবালকের মামা জানান দশমী করে তারা সবাই বাড়িতে চলে আসেন। তখন দিবাকর এবং সৈকত তাদের মামাকে বলে পুকুরে স্নান করতে যায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে খবর আসে দুই বালক জলের মধ্যে ছটফট করছে। তখন পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তবে দুই বালককে উদ্ধারের ক্ষেত্রে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কোন ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। এই মর্মান্তিক ঘটনায় বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় গোটা এলাকার মানুষ শোকস্তব্দ। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

Exit mobile version