জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । ঘটনা কমলপুর মহকুমার মায়াছড়ি গ্রাম পঞ্চায়েতের বরকান্ত চৌধুরী পাড়ার তিন নং ওয়ার্ডে। শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রসঙ্গত এলাকার ৫৫ বছর বয়সি প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় জ্ঞানচাঁদ শর্মা নেশায় আসক্ত ছিলেন। সংবাদে প্রকাশ গতকাল বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি জ্ঞানচাঁদ শর্মা।, এদিকে ছেলে রাহুল শর্মা জানান, বাড়ির লোকজন খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে মাছ বিক্রেতারা বাড়ির পাশের সুভাষ দেববর্মার পুকুরে মাছ ধরতে আসে। সকাল নাগাদ মাছ ধরার সময় জলে জ্ঞানচাঁদের মৃতদেহ খুঁজে পায়। খবর পেয়ে দেখতে আসেন উপ প্রধান সব্যসাচী গোয়ালা। পরে খবর দেওয়া হয়েছে থানায় ।