Site icon janatar kalam

পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি করার বিশেষ পন্থা রয়েছে এই বাজেটে : মানিক দে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় সরব হল সি আই টি ইউ। শুক্রবার সি আই টি ইউ রাজ্য কমিটির পাশাপাশি অল ইন্ডিয়া কৃষান সভা এবং খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মূলত কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র বিরোধিতা করে এই প্রতিবাদ বলে সংবাদ মাধ্যমকে জানান সি আই টি ও রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী মানিকদে।

সংবাদমাধ্যমের সামনে অভিযোগের সুর তুলে তিনি বলেন একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি করার বিশেষ পন্থা রয়েছে এই বাজেটে। সোজা কোথায় সাধারণ মানুষের জন্য এই বাজেটে কোন কিছুই রাখা হয়নি। এমনকি এই বাজেটে কমিয়ে দেওয়া হয়েছে বহু বরাদ্দ।

রেগা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এতে। যার কারণে গোটা দেশজুড়ে এই বাজেটের প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এরাই অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হয় বলে জানান তিনি।

Exit mobile version