Site icon janatar kalam

পার্বত্য ত্রিপুরার গৌরব উনকোটি তীর্থের নাম এবার শামিল হলো ভারতীয় রেলে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের তীর্থস্থানের মধ্যে অন্যতম একটি তীর্থক্ষেত্র হল ঊনকোটি। চারিদিকে সবুজে ঘেরা এই ঊনকোটির মন মাতানো দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভীড় জমান পর্যটকরা। এবার এই ঊনকোটির সাথে জুড়লো আরেকটি পালক, যা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজ সামাজিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যেটা হল ভারতীয় রেলের ডাব্লিউডিজি-৪ ক্যাটাগরির লোকোমোটিভ ইঞ্জিন নং ১২২২৬-এ এবার যুক্ত হল ত্রিপুরার উনকোটি তীর্থের নাম। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইষ্ট পলিসির প্রতিফলন দেখা গেলো এবার ভারতীয় রেলে। পার্বত্য ত্রিপুরার গৌরব কৈলাশহরের রঘুনন্দন পাহাড়ের উনকোটি তীর্থের নাম এবার শামিল হলো ভারতীয় রেলের G ডাব্লিউডিজি-৪ ক্যাটাগরির লোকোমোটিভ ইঞ্জিন নং ১২২২৬ লোকোমোটিভ ইঞ্জিনে।

 

 

 

 

 

Exit mobile version