জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পার্কিং ছাড়া রাস্তায় গাড়ি রাখলেই জরিমানা দিতে হবে ৫০০ টাকা। এ জরিমানা শুধু প্রথমবারের জন্য। দ্বিতীয়বার আবার একই অপরাধ করলে জরিমানা দিতে হবে এক হাজার টাকা। এইভাবে জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে। শুক্রবার থেকে গোটা রাজধানী শহরে শুরু হয়েছে ট্রাফিকের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ। স্পেশাল ড্রাইভে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিকের ডিএসপি থেকে শুরু করে ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসাররা রাজধানীর বিভিন্ন মোটর স্ট্যান্ড, ব্যস্ততম সড়কগুলিতে অভিযান চালিয়েছে। অভিযানে যাত্রীবাহী গাড়ি, বাইক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত গাড়ির মালিকদের দেখা পাচ্ছে না সে সমস্ত গাড়ি গুলিতে নোটিশ সাঁটিয়ে দিয়ে যাচ্ছে ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাফিক ডিএসপি জানান, পাঁচ দশ মিনিট কিংবা অল্প সময়ের জন্য রাস্তায় গাড়ি পার্কিং করলে কোনরূপ জরিমানা করা হচ্ছে না। তবে কেউ যদি ঘন্টার পর ঘন্টা একই জায়গায় গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে ফাইন করা হবে। সুতরাং প্রত্যেক যানবাহন চালক ও মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে। শহরে এ ধরনের অভিযান ক্রমাগত চলতে থাকবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।