Site icon janatar kalam

পানীয় জলের সমস্যায় রামনগরে অভিযোগ পাইপ লাইনে মিলছে না জল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোদ আগরতলা শহরে জল সমস্যা। অভিযোগ সমস্যায় সুরাহায় সংশ্লিষ্ট দপ্তরের নেই কার্যকরী কোন পদক্ষেপ। পানীয় জলের সমস্যায় রামনগরের বিশাল অংশের লোকজন। অভিযোগ পাইপ লাইনে মিলছে না জল। তাও দুর্গা পূজার পর থেকে।জল না আসায় ভোগান্তিতে বাসিন্দারা।

বেশ কিছু দিন ধরে জল সমস্যা থাকায় টিউব ওয়েলের আয়রনযুক্ত জলেই কাজকর্ম চালাতে হচ্ছে লোকজনকে। কোথাও কোথাও ট্যাঙ্কের কিছু পরিমাণ জল দেওয়া হচ্ছে। শহরের বুকে জল না আসায় ক্ষুব্ধ নাগরিকরা। এক মহিলা ক্ষোভ উগরে জানান, ভোট এলে রাজনৈতিক নেতারা পায়ে ধরে ভোট প্রার্থনা করেন।

কিন্তু ভোট শেষ হয়ে গেলেই সব শেষ। ভুক্তভোগীরা জল সমস্যার কথা জানিয়েছেন রাজধানীর শিশু বিহার ওয়াটার সাপ্লাই অফিসে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এলাকায় গিয়ে দেখেন কোথাও পাইপেই জল নেই। এক কর্মী জানান, কিছু লোক অবৈধ ভাবে জল পাম্প মেশিনের মাধ্যমে নিয়ে যায়। ফলে এই সমস্যা দেখা দিচ্ছে। জনমনে প্রশ্ন উঠছে কতিপয় অসাধু লোক যদি জল চুরি করে থাকেন তাহলে কেন ব্যবস্থা নিচ্ছেন না কর্তৃপক্ষ?

 

 

Exit mobile version