Site icon janatar kalam

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে গিরীবাসীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাক্রমের পোয়াংবাড়িতে বেশ কিছু দিন যাবৎ পানীয় জলের সংকটে চলছে। জলের ভুগছেন এলাকাবাসী। প্রশাসনের কোন হেলদোল নেই। অবশেষে এই ঘটনার সোমবার সকালে সাব্রুমের পোয়াংবাড়িতে রাস্তা অবরোধে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

তাতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। উল্লেখ্য বেশ কিছু দিন যাবৎ সাক্রমের পোয়াংবাড়িতে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে। ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গিরীবাসীদের। এ বিষয় নিয়ে একাধিকবার প্রসাশনকে জানানো হলেও কোনো ধরনের ইতিবাচক সাড়া মেলেনি।

রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।

Exit mobile version