জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধের ঘটনা সামনে এলো, এবারের ঘটনা জওহর নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ বিগত তিন মাস ধরে পানীয় জলের অভাবে ভুগছে স্থানীয়রা, গ্রাম পঞ্চায়েতের নিকট জানানো হলেও কোন প্রকার ভূমিকা নেই পঞ্চায়েতের পক্ষ থেকে।
এলাকায় একটি জলের পাইপ থাকলেও সেটিও দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। সেটিকে সারাই করার উদ্দেশ্যে ডিডাব্লিউএস দপ্তরে জানানো হলেও দপ্তরের পক্ষ থেকে সেটিকে সারাই করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। তারপর আবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে জলের গাড়ি দিয়ে জলের যোগান দেওয়া হবে আশ্বাস দেওয়া হলেও এখন অবধি কোন প্রকার হেলদুল নেই পঞ্চায়েতের পক্ষ থেকে।
তাই বাধ্য হয়ে নদীর জল খেয়ে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীদের। তাই একপ্রকার বাধ্য হয়ে আজকের এই রাস্তা অবরোধ বলে জানিয়ে দেন এক এলাকাবাসী। বলা বাহুল্য এই অবরোধের ফলে জাতীয় সড়কের দু’পাশে শত শত গাড়ি লাইন লেগে গেছে। এখন এখন দেখার এলাকাবাসীর এই সমস্যা মেটাতে কি পদক্ষেপ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং ডিডাব্লিউ.এস দপ্তর।