জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাচারকালে গরু বোঝাই একটি গাড়ি আটক করে এলাকাবাসী। গাড়িতে ভাঙচুর সহ গাড়ির চালক এবং সহ চালককে মারধোর করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে কৈলাসহর ধনবিলাস তেরাপাশা এলাকাতে। শুক্রবার এই বিধায় কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান একটি গাড়ি ৫টি গরু নিয়ে ফটিকরায়ের দিক থেকে কৈলাসহারের উদ্দেশ্যে আসছিল। ধনবিলাস তেরাপাশা এলাকায় আসার পর গাড়িটিকে স্থানীয়রা আটক করে এবং গাড়িতে ভাঙচুর চালায়।
পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেনকে মারধর করে। বর্তমানে ওরা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বাড়ি ফটিকরায় থানা এলাকায়। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি সুনির্দিষ্টমামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গরুগুলির মালিক বলে এখন পর্যন্ত কেউ দাবি করেনি। পাচারের জন্যে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিলো বলে অভিযোগ।